সালোম প্রকল্পের মতবিনিময় সভা

ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ বিকাল

সরকারি শিশু সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় সভা করেছে সালোম প্রকল্প। গত ৮ ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার নালিতাবাড়ী উপজেলাধীন সালোম-পানিহাটা এরিয়া অফিসে ৫ নং- রামচন্দ্রকুড়া ও ৬নং- কাকরকান্দি ইউনিয়নের " সরকারি শিশু সুরক্ষা কমিটি" এর সাথে দিন ব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দুই ইউনিয়নের শিশু সুরক্ষা কমিটির আহ্বায়ক ও অন্যান্য সম্মানিত সদস্য বৃন্দ।
আলোচনার শুরুতে শিশু সুরক্ষার ৭টি সূচক নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার মি. বার্নার্ড বিপ্লব রিছিল। প্রবন্ধটির পরিপ্রেক্ষিতে সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং সকলের মতামতের ভিত্তিতে শিশু সুরক্ষা সহ ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে অনেক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের প্রত্যয় রেখে মতবিনিময় সভাটি শেষ হয়