প্রথমবারের মতো স্বামী-স্ত্রীর জয়

আরবান ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ দুপুর
_original_1757493159.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হয়েছেন স্বামী ও স্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থী হিসেবে তারা নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন, আর কমন রুম ও রিডিং রুম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তার স্ত্রী উম্মে সালমা।
রায়হান উদ্দিন বলেন, ‘সব মিলিয়ে কঠোর পরিশ্রম করেছি। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই।’
উম্মে সালমা জানান, ‘আমার লক্ষ্য শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করা। শিক্ষার্থীদের সুবিধা ও সেবা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব।’
রায়হান উদ্দিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, এবং উম্মে সালমা একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর পর ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।