রেকর্ড গড়েই ভারতের এশিয়া কাপ শুরু

আরবান ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ দুপুর
_original_1757570300.jpg)
রেকর্ড গড়েই এশিয়া কাপের শিরোপা ধরে রাখার শুরুটা করল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে। বড় জয়ে বল বাকি ছিল ৯৩টি। যা টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়।
আগের রেকর্ডটিও ভারতেরই ছিল। ৯ উইকেট ও ৫৯ বল হাতে রেখে। প্রতিপক্ষ স্বাগতিক আমিরাতই। ২০১৬ সালে মিরপুরে জয়টা পেয়েছিল ভারত।
দুবাইয়ে জয়টা নিশ্চিতই ছিল ভারতের। কেননা প্রথমে ব্যাটিং করে ৫৭ রানে অলআউট হয় আমিরাত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ঝড়ের আভাস দেন অভিষেক শর্মা। এরপর আউট হওয়ার আগে খেলেছেন ১৬ বলে ৩০ রানের ইনিংস।
ছক্কার বিপরীতে ২ চার মারেন বাঁহাতি ওপেনার।
জয়ের জন্য যখন ১০ রান প্রয়োজন তখনই জুনাইদ সিদ্দিকির বলে ছক্কা হাঁকাতে গিয়ে হায়দার আলির হাতে ক্যাচ দেন অভিষেক। পরে জয়ের বাকি কাজটুকু সারেন শুবমান গিল-সূর্যকুমার যাদব। ২ চার ও এক ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন গিল। অন্যদিকে ভারতের অধিনায়ক ৭ রানে।
এর আগে কুলদীপের স্পিন বিষে নীল হয় আমিরাত। চায়নম্যানের ঘূর্ণিতে ৫৭ রানে অলআউট হয়। তার ৪ উইকেটের বিপরীতে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে বিব্রতকর রেকর্ড গড়তে বাধ্য করেন অলরাউন্ডার শিবম দুবে। এশিয়া কাপের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছে তারা। আগেরটিও তাদেরই ছিল। ২০১৬ এশিয়া কাপে মিরপুরে ভারতের বিপক্ষেই।
সেদিন নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৮১ রান করেছিল তারা। আর সর্বনিম্ন স্কোরের রেকর্ডটি হংকংয়ের। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে শারজায় ৩৮ রানে অলআউট হয়।
রান যা করার দুই ওপেনার আলিশান শারাফু ও মুহাম্মদ ওয়াসিম করেন। অধিনায়ক ওয়াসিমের ১৯ রানের বিপরীতে সর্বোচ্চ ২২ রান করেছেন শারাফু। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ ৮ উইকেট মাত্র ১০ রানে হারায় আমিরাত।