ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

সবাই যেন খুব ব্যাথিত

"আসলেন, দেখলেন, জয় করলেন"! হ্যাঁ, পেশাগত দায়িত্ব পালন করতে এসে সবার মন জয় করে নিয়েছিলেন মো. খবিরুল আহসান।  

সময় ও পরিস্থিতির এক সন্ধিক্ষণে পূর্বধলায় উপজেলা নির্বাহী অফিসার পদে স্বল্প সময়ের জন্য তার দায়িত্ব পালন। যথেষ্ট সতর্কতার সাথে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে এই সময়টাতে। 

পূর্বধলা উপজেলার সর্বমহলে তিনি দারুণভাবে সমাদৃত হয়েছিলেন তার কর্মগুণে। রাজনীতিক, ব্যবসায়ী মহল, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোর, সাংবাদিক, পেশাজীবী, নিম্ন আয়ের মানুষসহ দলমত নির্বিশেষে সর্বমহলের তিনি আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

কোন একটি মহল হয়তো তার প্রতি সন্তুষ্ট ছিল না, কিন্তু বরাবরই তারা নিজেদেরকে আড়ালে রেখেছেন, কোন করণে হয়তোবা তারা বিরাগভাজন ছিলেন নির্বাহী অফিসারের প্রতি।

তবে সূধীমহল তাঁর প্রতি সন্তষ্ট ছিলেন, সর্বদা সরবে সমর্থন জুগিয়েছেন তাঁর প্রতি। 

বদলীজনিত তার বিদায়লগ্নে সংশ্লিষ্ট সকলেই আপ্লুত। সোশ্যাল মিডিয়া ভীষণভাবে সরব, অনেকেই প্রকাশ করছেন তার প্রতি আবেগ-অনুভূতি।

তার বদলী স্থগিত চেয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে পালিত হয়েছে মানববন্ধন, সড়ক ও রেল পথ অবরোধ। কোন নির্বাহী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহারে পূর্বধলা উপজেলায় এটিই প্রথম কোন স্বতঃস্ফূর্ত কর্মসূচী পালন। 

নদী ভাঙনের ফলে তার পরিবারকে নিজ বাড়ী-়ভিটা হারাতে হয়েছে একাধিকবার। মানুষের প্রতি মমত্ববোধ আর কর্তব্যের প্রতি দায়বদ্ধতা তাকে হয়তোবা প্রেরণা যুগিয়েছে নিজের জীবন-সংগ্রাম থেকেই।

একজন নির্বাহী অফিসার যোগ্যতা ও ইচ্ছাশক্তি দিয়ে একটি উপজেলাকে সাজাতে পারেন, সেই পারঙ্গমতা তিনি দেখাতে শুরু করেছিলেন এই উপজেলায়।

তাই পূর্বধলার নাগরিক সমাজ মনে করে, উপজেলাবাসী মো. খবিরুল আহসানকে মিস করবে অনেকদিন।

মো. খবিরুল আহসান পূর্বধলায় উপজেলায় নির্বাহী অফিসার পদে দায়িত্ব  ইতোমধ্যে শেষ  করেছেন, বিদায়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন; সবাই যেন খুব ব্যাথিত।

বিগত কয়েকদিন উপজেলার বিভিন্ন মহল থেকে তিনি যেভাবে ফুলেল শুভেচ্ছা আর হৃদয় নিঙরানো আবেগ-উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মিলিয়ে মো. খবিরুল আহসানও পূর্বধলাবাসীর কাছে নিঃসন্দেহে ঋণী হয়ে থাকবেন বহুদিন।


  সৈয়দ আরিফুজ্জামান

সম্পাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত