ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম
সরকারি কাজে বিঘ্নতা সৃষ্টি ও নির্বাহী অফিসারকে বিব্রত করার কৌশল বলে সুধী মহলের অভিমত

মো: খবিরুল আহসানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ

মো: খবিরুল আহসান, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বর্তমান নির্বাহী অফিসার। মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদটিকে বাস্তবিক পক্ষেই মর্যাদাসম্পন্ন করতে খবিরুল আহসান বেশ দায়িত্বশীল, যা ইতোমধ্যে উপজেলার সর্বমহলে আলোচিত। প্রজাতন্ত্রের নিয়ম-নীতির প্রতি দায়বদ্ধতা, শ্রদ্ধাশীল আর নিজ পেশা ও পদমর্যাদার প্রতি অবিচল থেকে একজন রুচিবোধ সম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মূহুর্তে তিনি পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন। সকল ধরণের অশুভ আশংকা দূর করে জনমনে আস্থার সৃষ্টি করে তার নেতৃত্বে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন পূর্বধলাবাসীর জন্য ছিল এক অন্যতম উপহার। নির্বাচন দু'টির মধ্য দিয়ে সত্যিকার অর্থেই খবিরুল আহসান মাঠ প্রশাসনের একজন বলিষ্ট, বুদ্ধিদীপ্ত, নির্লোভ, কৌশলী, স্মার্ট ও সাহসী কর্মকর্তার পরিচয় দিতে সক্ষম হয়েছেন।

নেত্রকোণা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা পূর্বধলা। এগারটি ইউনিয়ন নিয়ে প্রায় চার লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই জনপদ। বর্তমানে দুই জন সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, এগার জন ইউপি চেয়ারম্যান, প্রায় তিনশত শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

সমূহের সাথে সমন্বয়সাধন করে মাঠ প্রশাসনকে গতিশীল রাখার দায়িত্ব পালন একজন উপজেলা নির্বাহী অফিসারের জন্য মোটেই সহজসাধ্য কাজ নয়। দায়িত্বের প্রতি একনিষ্ঠ আর নিজ কর্তব্যপালন থেকে বিচ্যুত না হয়ে সরকারের গৃহীত কর্মসূচিসমূহ জনবান্ধব করতে তিনি দৃঢ়ভাবে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। 

উপজেলা পরিষদ প্রবর্তনের পর থেকে মো: খবিরুল আহসান পূর্বধলা উপজেলায় ত্রিশতম নির্বাহী অফিসার পদে দায়িত্ব পালন করছেন। সৌভাগ্যক্রমে অধিকাংশ নির্বাহী অফিসারকে বেশ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ইতঃপূর্বে যে ক'জন নির্বাহী অফিসার জনকল্যাণে এখানে বিশেষভাবে নিবেদিত ছিলেন বর্তমান নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান অবশ্যই তাদের মত একজন। তার প্রজ্ঞা, বিচক্ষণতা ও কর্মস্পৃহা যে কোন জনপদকে বিকশিত করার জন্য সহায়ক। ইতোমধ্যে তার উদ্যোগে পূর্বধলা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশের উন্নয়ন, বৃক্ষ রোপন অভিযান বেগবান করা, সরকার গৃহীত কার্যক্রমে

শৃংখলা নিশ্চিত করা, সরকারি অর্থের অপচয় রোধ, ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা, সরকারি প্রকল্প বাস্তবায়নে যৌক্তিক অগ্রাধিকার বিবেচনা, সরকারি দপ্তর সমূহের মধ্যে অধিকতর সমন্বয়সাধন সহ সর্বসাধারণের জন্য সরকারি সেবা প্রাপ্তির পথ সুগম হয়েছে। নির্বাহী অফিসার হিসেবে তার গৃহীত পদক্ষেপ সকলকে সমভাবে সন্তুষ্ট করতে না পারলেও অধিকাংশের কাছে সমাদৃত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নামে-বেনামে অভিযোগ দায়েরের ঘটনা নানান মহলে আলোচিত হচ্ছে। সর্বশেষ অভিযোগকারী মো: আবুল কালাম আজাদ নামে একজন অভিযোগে যে সকল বিষয়ের অবতারণা করেছেন তা বিভ্রান্তিকর। যদিও অভিযোগকারী কোন ঠিকানা বা ফোন নাম্বার না দেয়ায় তিনিও কার্যত বেনামী হিসেবেই বিবেচিত। অভিযোগকারী কর্তৃপক্ষের নিকট নির্বাহী অফিসারকে ওএসডি করার দাবী করেছেন। উত্থাপিত অভিযোগের সত্যতা কতটুকু তা যথাযথ তদন্তে অবশ্যই নির্ধারিত হবে, তবে এসবের বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে সুধী মহলে সন্দেহের সৃষ্টি  হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অভিযোগের অনুলিপিতে মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়কে পর্যন্ত যুক্ত করা হয়েছে।

ইতঃপূর্বেও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট মহল সন্তুষ্ট হতে না পারার ফলে উপজেলা নির্বাহী অফিসারকে বিব্রত করতে নানান ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এমন ঘটনার অবতারণা মাঠ প্রশাসনে কর্মোদ্দীপনা বিনষ্ট করে।

বিগত বছরগুলোতে সারা দেশে অভাবনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধিত হলেও এই উপজেলার উন্নয়ন নিতান্তই সামান্য। এর সুনির্দিষ্ট কারণ নিয়ে চুলচেড়া বিশ্লেষন না হলেও স্থানীয় ক্ষমতা কেন্দ্রিক নীতি নির্ধারণী ব্যক্তিগণ আর মাঠ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়হীনতার দৃশ্য এখানে বরাবরই ছিল সু-স্পষ্ট।

একজন সরকারি কর্মকর্তা কোন একটি নির্দিষ্ট পদে স্বল্প সময়ের জন্যই দায়িত্ব পালন করেন। তবে অনগ্রসর এই জনপদকে আলোকিত করতে হলে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল এবং অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। মনে রাখতে হবে আপামর নাগরিকের কল্যাণ ও নিজ এলাকার উন্নয়নের স্বার্থে ক্ষমতা কেন্দ্রীক পক্ষ সমূহের সর্বোত্তম সমন্বয়ের কোন বিকল্প নেই। 


সৈয়দ আরিফুজ্জামান
সম্পাদক
আজকের আরবান।


  সৈয়দ আরিফুজ্জামান

.
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত