বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় মামাতো ভাইকে হত্যা মামলার প্রধান আসামী মানিক মিয়া গ্রেপ্তার 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ মার্চ ২০২৫, ০৩:৫২ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় মামাতো ভাইকে হত্যা মামলার পলাতক প্রধান আসামী মানিক মিয়া আকন্দ (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক মিয়া আকন্দ পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের মো: মালেক আকন্দ এর ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলাম (৪০) প্রায় দেড় বছর পূর্বের মুদির দোকানের বাকির ২০০ টাকা পেতো ফুফাতে ভাই মানিক মিয়া আকন্দ (২৮) কাছে। ৭ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে চারটায় দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়ার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নজরুল ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার (৮ ফেব্রুয়ারি ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

এঘটনায় নিহত নজরুলের স্ত্রী রুপা আক্তার পরদিন (৯ ফেব্রুয়ারি) বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।

ঘটনার পর মানিক মিয়া আকন্দ আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে প্রায় দুই মাস পর গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (পুলিশ উপ-পরিদর্শক) মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জিএমপি গাজীপুর গাছা থানাধীন বোর্ডবাজার হিন্দু বাড়ি মোড় এলাকা থেকে গাছা থানা পুলিশের সহায়তায় মানিক মিয়া আকন্দকে গ্রেপ্তার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত