বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
শিরোনাম

শোলাকিয়া জনসমুদ্র, বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩১ মার্চ ২০২৫, ০১:৪৬ দুপুর

লোকে লোকারণ্য মাঠ। মুসল্লিতে ঠাসা আশপাশের রাস্তা। বাসাবাড়ির ছাদেও ভিড়। ঈদগাহ মাঠ ছাড়িয়ে যতদূর চোখ যায়, ঠাঁই নেই অবস্থা।

এটি কিশোরগঞ্জের ঐতিহ্যাবাহী শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত আজকের (সোমবার) ঈদ জামাতের চিত্র। এবার শোলাকিয়ায় ঈদের নামাজের জামাতে সব মিলিয়ে পাঁচ লাখেরও বেশি মুসল্লি অংশ নেয় বলে জানিয়েছে ঈদগাহ পরিচালনা কমিটি। আর এ জামাতকে নিরাপদ রাখতে নেওয়া হয় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা। এতে প্রথমবারের মতো যুক্ত থাকেন সেনা সদস্যরাও।

জামাতের পর বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত থেকে বিশ্বের মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের আহ্বানও জানানো হয়।

এটি ঈদুল ফিতরের ১৯৮তম ঈদ জামাত। সকাল ১০টায় শুরু হয় জামাত।

ঈদের নামাজে ইমামতি করেন জেলা শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় শোলাকিয়া ও আশপাশের এলাকা। পাঁচ স্তরের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে মুসল্লিদের ঢুকতে হয় ঈদগাহ মাঠে। কঠোর নিরাপত্তার কারণে মাঠে প্রবেশ করতে মুসল্লিদের খানিকটা দেরি হয়। তিনটি আর্চওয়ের ভেতর দিয়ে মেটাল ডিটেক্টরের তল্লাশির মাধ্যেমে মুসল্লিদের ঈদগাহে ঢুকতে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত