বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
শিরোনাম

ঢাবির শেরপুর জেলা ছাত্র সংসদের নবীন বরণ ও ইফতার মাহফিল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৯ মার্চ ২০২৫, ১২:৫৭ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদের নবগঠিত কমিটির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ (শুক্রবার) বিকেলে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী মাঠে অনুষ্ঠিত নবীনবরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

ঢাবি’র শেরপুর জেলা ছাত্র সংসদের  সাধারণ সম্পাদক আহমেদ ইজতেহাদ রাফে’র সঞ্চালনায় সভাপতি আহমেদ হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে  অন্যান্য বিশেষ অতিথির মধ্যে শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম খান, সহযোগী অধ্যাপক মুখলেসুর রহমান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, ইদ্রিস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক গুলজার জিহান, অ্যাডভোকেট জাহিরুল হাসান মুকুল, শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। 

নবীন বরণে ২০২৩-২৪ সেশনের শেরপুর জেলার ঢাবির ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইফতারে শেরপুর জেলা সংসদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত