জাতীয় স্মৃতিসৌধে জনতার দলের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সুহাদা মেহজাবিন
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:৩৭ দুপুর
_original_1742971013.jpg)
মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।
বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় নতুন রাজনৈতিক দল 'জনতার দল' এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
এসময় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন জনতার দলের আহ্বায়ক (চেয়ারম্যান) বিগ্রেডিয়ার জেনারেলর (অবঃ) শামীম কামাল। এসময় সাথে ছিলেন জনতার দলের সদস্য সচিব আজম খান, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অবঃ) ডেল এইচ খান, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আ, শ, ম আমানুল হাসান তাইমুর, সদস্য সৈয়দা শামীমা সুলতানা, সদস্য লিপি আক্তার সহ দলের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
শ্রদ্ধা নিবেদন শেষে জনতার দলের আহ্বায়ক শামীম কামাল বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সকল শ্রেণির নাগরিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।