শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

শেরপুর সদর হাসপাতালে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা পাচ্ছে না


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ দুপুর

শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সালসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিগত ১৭ বছর শেরপুরের একমাত্র সদর হাসপাতালটির কোন উন্নয়ন হয়নি। এখানে চিকিৎসক ও ওষুধ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। অসহায় মানুষ কোন চিকিৎসা পায় না। প্রতিদিন হাসপাতালের এপ্রান্ত থেকে ওপ্রান্তে সাধারণ মানুষ ছোটাছুটি করছে চিকিৎসার জন্য। কিন্তু তারা কোন চিকিৎসা পাচ্ছে না। আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে যদি মনোনয়ন পাই এবং ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচিত হতে পারি তবে সবার প্রথম এ হাসপাতালের উন্নয়ন করবো। একই সাথে শেরপুরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। 

তিনি ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়ে ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারণার লক্ষ্যে এক পথ সভায় এসব কথা বলেন। 

শেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নছিমুদ্দিন নছির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, পৌর  বিএনপির আহবায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা শফিউল আলম চাঁন প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় জেলা, সদর উপজেলা, পৌর ও স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং বিভিন্ন অঙ্গ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত