পূর্বধলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেডসি বান্ধব গ্রীণ স্কুল ঘোষণা

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ দুপুর
 (1)_original_1757413022.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেডসি বান্ধব গ্রীণ স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত স্কুলগুলো হলো- পাবই উচ্চ বিদ্যালয় (খলিশাউড় ইউনিয়ন), শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় (খলিশাউড় ইউনিয়ন), শালথী সরকারি প্রাথমিক বিদ্যালয় (ধলামূলগাঁও ইউনিয়ন), জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (পূর্বধলা ইউনিয়ন), আগিয়া উচ্চ বিদ্যালয় (আগিয়া ইউনিয়ন), তেনুয়া উচ্চ বিদ্যালয় (বৈরাটি ইউনিয়ন), মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় (জারিয়া ইউনিয়ন), ভূগি জাওয়ানী উচ্চ বিদ্যালয় (নারান্দিয়া ইউনিয়ন) এবং সাহোদকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নারান্দিয়া ইউনিয়ন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক।
সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট কফিল উদ্দিন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বদরুজ্জামান মিন্টু এবং শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা সময়ের দাবি। শিশুদেরকে ছোটবেলা থেকেই প্রকৃতি, গাছপালা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে পারলে তারা আগামী দিনে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। জেডসি বান্ধব গ্রীণ স্কুল উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য আরও স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও বিভিন্ন স্কুলে গাছের চারা বিতরণ করা হয়।