নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন

আবুল আরশাদ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ দুপুর
_original_1757586568.jpg)
নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ইফরিত সাদিয়া লিসা।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. ইমদাদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এনজিও প্রতিনিধি—আরবান, সেরা, সাস এবং ব্র্যাক।
বক্তাগণ তাদের আলোচনায় প্রযুক্তির সাথে গুণগতমান সম্পন্ন শিক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি-নির্ভর বিশ্বে নিজেদের খাপ খাইয়ে নিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গুরুত্বারোপ করেন।