শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ূ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ বিকাল

ন্যায্য জ্বালানীর অঙ্গীকার, নির্মল বায়ূ সবার অধিকার’-এমন প্রতিপাদ্যে শেরপুরে আন্তর্জাতিক নির্মল বায়ূ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে ৭ সেপ্টেম্বর স্কুল ক্যাম্পেইন কর্মসূচির আওতায় শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেটনেট-বিডি’র সহযোগিতায় অ্যাকশন এইড বাংলাদেশ ও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। 

শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইশরাত জাহান প্রমুখ। 

পরে ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এতে জেলা সদরের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত