দুর্গাপুরে-বৃক্ষরোপন-ও-বনায়ন-বিষয়ক-প্রশিক্ষণ

নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ বিকাল
_original_1757413906.jpg)
নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প ( পিসিসি) এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বৃক্ষরোপন ও বনায়ন এর উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিরিশিরি ওয়াইএমসিএ এর হলরুমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীদের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের সোশ্যাল মবিলাইজার গ্রেনার রিছিল এর সভাপতিত্বে সোশ্যাল মবিলাইজার বনানী থিগিদি এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রায়হানুল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, বৃক্ষ কেবল নিসর্গ প্রকৃতির শোভা নয়, তা মানুষের জীবনের অপরিহার্য অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বৃক্ষের ভুমিকা এত অপরিহার্য যে বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। দেশের অর্থনিিততে যেমন বনাঞ্চলের ভুমিকা আছে, তেমনি আবহাওয়া ও জলবাযুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে জনগনকে সচেতন ও সম্পৃক্ত করে দেশে ব্যাপক বৃক্ষরোপন ও বনায়নের প্রয়োজন হয়ে পড়েছে।