নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে ভ্রাম্যমান বাউল সংগীত

আবুল আরশাদ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ বিকাল
_original_1757419749.jpg)
“ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার” এ শ্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে এ্যাকশনএইড বাংলাদেশের নেতৃত্বে গঠিত নেটওয়ার্ক (JETNET- BD) জাস্ট এনার্জি ট্রানজিশন নেটয়ার্ক ইন বাংলাদেশ এর নেটওয়ার্ক মেম্বার আরবান,আদর্শ সামাজিক কল্যাণ ফাউন্ডেশন ও নারীনেত্র উন্নয়ন সমিতিসহ স্থানীয় এনজিও এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে জনসচেনতা মূলক ভ্রাম্যমান বাউল সংগীত পরিবেশনে শহর প্রদক্ষিন করে।
এ সময় উপস্থিত ছিলেন,পরিবেশকর্মী সহকারী অধ্যাপক ও ত্রান প্রকৃতি ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি নাজমুল হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রতীক ইসলাম, আদর্শ সামাজিক প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাসিম বিল্লাহ,বারসিক এর সমন্বয়কারি অহিদুর রহমান, আরবান এর সমন্বয়কারি আবুল আরশাদ, জাগরণ উন্নয়ন সংস্থার সভাপতি এমদাদুল হক চৌধুরী, জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে,এম,এ জামি, পল্লী কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ সুমন খান, নারী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন্নাহার লিপিসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশসহ বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষ প্রধানত কালো ধোঁয়া,সালফার ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত বাতাসে শ্বাস গ্রহণ করছে,আর এক্ষেত্রে স্বল্প ও মাঝারি আয়ের দেশের মানুষ এধরনের দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ফলশ্রুতিতে প্রতি বছর সাত মিলিয়ন মানুষ অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বায়ুদূষণ বৈশ্বিক উষ্ণায়নের সাথে নিবিড়ভাবে জড়িত।
সম্মিলিতভাবে আমাদেরকে অবশ্যই জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কয়লার ব্যবহার যথার্থ ও সমতুল তা পরিমাণে কমিয়ে এনে দূষণমুক্ত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জোরদার করার পাশাপাশি এই উদ্যোগে কেউ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে। আমাদের বায়ুমন্ডলকে দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব। দূষণমুক্ত বাস্প ও বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারকে আমাদের অবশ্যই উৎসাহিত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আচরণগত পরিবর্তনের কার্যকর পদ্ধতির প্রচলন করতে হবে। মিথেন গ্যাস নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমরা একযোগে কাজ করি। আমাদের বায়ুমন্ডলকে দুষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব।