ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অবিস্মরণীয় বিজয়! ২৮টির মধ্যে ২৩ পদে জয়লাভ

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৭ বিকাল

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বহুল আলোচিত এই নির্বাচনকে ঘিরে সবার মধ্যে ছিল এক অন্যরকম আগ্রহ। কে হচ্ছেন, ভিপি, জিএস, এজিএস এমন আলোচনায় সরগরম ছিল মিডিয়া পাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রাম। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে শান্তিপুর্ণভাবে সম্পন্ন হলো ডাকসুর নির্বাচন। নির্বাচনে ১৫টি সম্পাদকীয় পদের মধ্যে ১২টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ সাধারণ সম্পাদকপদ (এজিএস)সহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি।
ছাত্র শিবিরের প্যানেল থেকে ১২টি সম্পাদকীয় পদে যারা নির্বাচিত হলেন তার হলেন, সহ সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক (এজিএস) মুহা মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।
সম্পাদকীয় পদে স্বতন্ত্র প্যানেলের যারা জয়ী হলেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি, সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী।
এছারা ১৩ সদস্য পদের মধ্যে ১১টিতেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সদস্যরা জয়ী হয়েছেন। আর একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অপরটিতে বাম-সমর্থিত প্রার্থী।
ছাত্র-শিবির প্যানেল থেকে জয়ী সদস্যরা হলেন, সাবিকুন নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, আফসানা আক্তার, রায়হান উদ্দীন, তাজিনুর রহমান, ইমরান হোসাইন, মিফতাহুল হোসাইন আল-মারুফ, মো. রাইসুল ইসলাম, শাহীনুর রহমান, আনাস ইবনে মুনির, মো. বেলাল হোসেন অপু। এছাড়া বামপন্থী প্যানেল থেকে হেমা চাকমা ও স্বতন্ত্র প্রার্থী, উম্মা উসওয়াতুন রাফিয়া জয়ী হয়েছেন।