শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

শেরপুরের বিএনপি নেতা প্রিয়াঙ্কা যখন ডাক্তার প্রিয়াঙ্কা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ বিকাল

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর বদলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার ডাক্তার কন্যা সানসিলা জেবরিন  প্রিয়াঙ্কাকে দল থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়া হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র দখল, বিএনপি নেতাদের নিপীড়ন ও ব্যাপক ভোট কারচুপির কারণে প্রিয়াঙ্কার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের মোঃ আতিউর রহমান আতিক। ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ধানের শীষ প্রতীকের প্রিয়াঙ্কার গাড়ি বহরে হামলার ঘটনা ও ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং সারা বিশ্বে আলোচিত হয়। এরপর তিনি ডাক্তারি পেশায় মনোযোগী হন তবে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত না হলেও বাবার দলীয় কর্মকাণ্ডের পেছনে তার পরামর্শ, কৌশল এবং নজরদারি ছিল সার্বক্ষণিক। 

বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা নানা দমননীতির কারণে অনেকটা নিশ্চুপ থাকলেও প্রিয়াঙ্কা অবশেষে ৫ আগস্টের পর থেকে আবারও সরব হয়ে উঠেছেন। ইতিমধ্যে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদও পেয়েছেন। পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় ড্যাবের সদস্য হয়েছেন। মাসের বেশিরভাগ সময়ে তিনি এখন শেরপুর কাটাচ্ছেন দলীয় নানান কর্মসূচির এর মাধ্যমে। একই সাথে তিনি দলীয় এজেন্ডার বাইরেও ব্যক্তিগত ভাবে নানা সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। যে কারণে শেরপুর-১ (সদর) আসনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ আলোচনায় উঠে এসেছে। দলীয় বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আকর্ষণীয় গঠনমূলক বক্তব্য এবং সামাজিক নানা উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের পাশাপাশি দলের দুর্দিনের নেতাকর্মী ও অসুস্থ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র নেতা হিসেবে নয় একজন ডাক্তার হিসেবে চিকিৎসা পরামর্শ দিয়েও দলীয় নেতা কর্মীদের হৃদয় জয় করে নিয়েছেন। 
সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন অসুস্থ থাকায় তার বাড়িতে হঠাৎ করে গিয়ে ওঠেন প্রিয়াঙ্কা। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি চিকিৎসারও পরামর্শ দেন। এর আগে সন্ধ্যায় জেলা হাসপাতালে গিয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের অসুস্থ মায়ের খোঁজখবর নেন এবং চিকিৎসা পরামর্শ দেন। একই দিন বিকেলে শেরপুরের এক সিনিয়র সাংবাদিকদের স্ত্রীর অসুস্থতার খবর শুনে তার বাসায় গিয়ে চিকিৎসা সেবার পাশাপাশি তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এ বিষয়ে জাতীয়বাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন বলেন, আমাদের বিএনপি নেত্রী ও ডাক্তার প্রিয়াঙ্কা আমার অসুস্থতার কথা শুনে বাসায় এসে খোঁজখবর নিয়েছে এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন। এতে আমি এবং আমার পরিবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে প্রিয়াঙ্কা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এমপি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শেরপুরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি ভাগ্যের উন্নয়ন হবে বলে আমি মনে করি।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আমি মূলত একজন চিকিৎসক। চিকিৎসক অবস্থায় ২০১৮ সালে আমি প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসি। ওই সময় থেকে সাধারণ মানুষের সাথে মিশে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি আমি। তাই দলীয় সেবার পাশাপাশি চিকিৎসা সেবাটাও আমার কমন বিষয়। আমি শুধু শেরপুরেই নয় ঢাকাতেও শেরপুর এলাকা থেকে কোন রোগী গেলে তাদের নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি। আমি যদি এমপি নির্বাচিত নাও হই তবুও ডাক্তারি পেশা নিয়ে মানুষের পাশে থাকবোi এবং সেবা করে যাবো আমৃত্যু পর্যন্ত।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত