শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা উপজেলার পাঁচটি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় পাঁচটি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়নের জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ঘোষিত পরিবেশবান্ধব গ্রামগুলো হলো-  ইসবপুর (গোহালাকান্দা ইউনিয়ন), শালথী (ধলামূলগাঁও ইউনিয়ন), দৌলতপুর (খলিশাউড় ইউনিয়ন), ভূগি (নারান্দিয়া ইউনিয়ন) এবং কাটাখালী (বৈরাটি ইউনিয়ন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জোবায়ের হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক এবং সঞ্চালনা করেন ফিল্ড প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট কফিল উদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাকিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, পরিবেশ রক্ষা এখন সময়ের দাবি। পূর্বধলার পাঁচটি গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা দেওয়ার মাধ্যমে তার যাত্রা শুরু হলো। তিনি আশা প্রকাশ করেন, একসময় উপজেলার সব গ্রামই ইকোভিলেজে রূপ নেবে। এর ফলে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে অতিথিরা পরিবেশবান্ধব ইকোভিলেজের স্টল ঘুরে দেখেন। পরে পাঁচ গ্রামের নামের ফলক উন্মোচন করা হয় এবং উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন এসব গ্রামে বৃক্তরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র বিমোচনে সহায়ক কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার রোধ, নারী-শিশুর অধিকার রক্ষাসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত