শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা কমিটির আত্মপ্রকাশ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ দুপুর

জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা কমিটির সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ এর সঞ্চানালয়ে জাতীয় যুব ফোরাম জামালপুর এর পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল যুব সংগঠক সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী শামীম আরা বেগম, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রীনা বেগম।

জামালপুর যুব ফোরাম এর উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় যুব ফোরাম ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী মো: উজ্জ্বল মিয়া।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আল বিল্লাল খান, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা'র ইয়ুথ লিডার মো: বিলাত আলী। 

যারা নবগঠিত জেলা কমিটিতে রয়েছেন:- নবগঠিত জেলা কমিটির সভাপতি খন্দকার আহাদুল্লাহ জনী ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ এর কোষাধ্যক্ষ মো: রাসেল মিয়া এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হাসান আলিফ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই উক্ত সভায় সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা কমিটির পরিচিতি সভার শুরুতেই প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।

জামালপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক কে মডেল রূপান্তরিত করতে জাতীয় যুব ফোরাম, জামাপুর জেলা বদ্ধপরিকর। 

জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা কমিটির আত্মপ্রকাশ পেলো শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত