ঢাবিতে অন্যের কার্ড ব্যবহার করে প্রবেশের সময় তরুণ আটক

আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ দুপুর
_original_1757408127.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় বহিরাগত এক তরুণকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। আটক তরুণ নিজেকে ডাকসু নির্বাচনের এক প্রার্থীর আত্মীয় পরিচয় দিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নীলক্ষেত পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করলে ওই তরুণকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
অন্যের আইডি কার্ড রাখার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, প্রক্টোরিয়াল টিম আমাদের কাছে এক তরুণকে হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি অন্য শিক্ষার্থীর কার্ড ব্যবহার করে প্রবেশের চেষ্টা করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, আইনি প্রক্রিয়া চলমান আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সময় তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কার্ড দেখতে চাওয়া হয়, তিনি কার্ড দেখাতে পারেননি। পরবর্তীতে অন্য শিক্ষার্থীর কার্ড ব্যবহার করে প্রবেশের চেষ্টা করায় এবং পরিচয় নিয়ে গরমিল পাওয়ায় তাকে আটক করা হয়।