শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় গণমাধ্যমকর্মীদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময়


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ রাত

নেত্রকোণার পূর্বধলায়, ১৬০, নেত্রকোণা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন খান পূর্বধলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ মতনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহ সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ কাসেমী। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসাইন খান বলেন, “আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করেই খেলাফত মজলিস এগিয়ে যেতে চায়। কোরআন ও হাদীছের আলোকে রাষ্ট্র পরিচালনা ও ইনসাফ ভিক্তিক সমাজ বিনির্মানে আমরা কাজ করে যেতে চাই। রাজনীতির অংঙ্গনে আমরা মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে পূর্বধলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক হাফেজ মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র, সহ সভাপতি, মাওলানা মোঃ আবু তাহের, সহ সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুস সালাম, সংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুন নূর, যুব মজলিসের সদস্য, মাওলানা মোঃ শোয়াইব আল হাসান,  পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি, মো. জুলফিকার আলী শাহীন, সহ-সভাপতি নুর আহমদ খান রতন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম প্রমুখ। 

এ সময় অন্যান্য বক্তারা বলেন, খেলাফত মজলিস দেশের ইসলাম প্রিয় মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনের জনগণ ন্যায়-নীতি, দূর্নীতিমুক্ত নেতৃত্বের প্রতি আস্থা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় পূর্বধলায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত