ময়মনসিংহে নির্মূল বায়ু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিফলেট ও চারা বিতরণ

আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ রাত

‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মূল বায়ু দিবস-২০২৫’ উপলক্ষে ময়মনসিংহে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (JET Net BD)-এর আয়োজনে এবং “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার” প্রতিপাদ্যে গত ৭ সেপ্টেম্বর বিকালে নগরীর ঢাকা বাইপাস এলাকায় শাপলা রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমলীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ শাখার আহ্বায়ক খন্দকার ফারুক আহমেদ, শাপলার প্রধান নির্বাহী মোঃ আলমগীর হোসেন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবর এবং আশীর্বাদ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শান্তি রামবারি। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে সকালে ঢাকা-ময়মনসিংহ বাইপাস এলাকায় JET Net BD ময়মনসিংহ টিমের নেতৃত্বে এবং স্থানীয় বিভিন্ন এনজিও-র সহযোগিতায় নির্মূল বায়ু দিবস উপলক্ষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেটওয়ার্কের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর খন্দকার ফারুক আহমেদ সার্বিক দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা, শাপলা, তৃণমূল নারী উন্নয়ন সমিতি, গ্রামাউস, সেবা ফাউন্ডেশন, এসডিএসকেএস, আশীর্বাদ, মাটি, নাফ ও মালতি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।