শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ বিকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী সোনাই নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয়ের দায়ে দুইজনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে আমির হোসেন (৩০) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে সাজিদ মিয়া (৩৭)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুল হক বলেন, “প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত