শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নালিতাবাড়ীতে নারী সাংবাদিক উপেক্ষিত, ক্ষুব্ধ সাংবাদিকদের বর্জন ইসলামী আন্দোলনের সভা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ রাত

নারী সাংবাদিককে প্রকাশ্যে উপেক্ষা ও অবমাননার ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটলে সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়ে সভাস্থল ত্যাগ করে এবং পুরো কর্মসূচি বর্জনের ঘোষণা দেয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়েসের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে দৈনিক কালের কণ্ঠের নালিতাবাড়ী প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া উপস্থিত হলে, তাকে সভাকক্ষে বসতে না দিয়ে আলাদা কক্ষে বসার নির্দেশ দেওয়া হয়। সংগঠনের স্থানীয় সভাপতি মাওলানা আবুবকর ও প্রার্থী কায়েস জানান, দলটির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) নারী সাংবাদিকের উপস্থিতিতে মতবিনিময়ে আপত্তি তুলেছেন।

এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম বলেন - “নারী-পুরুষ একসাথে হজ পালন করতে পারে, জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মঞ্চে নারী সাংবাদিকরা স্বীকৃত। তবে নালিতাবাড়ীতে কেন এই বৈষম্য? এটি শুধু একজন নারী সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের প্রতি অপমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী বর্জিত দল হিসেবে কোনো ঘোষণা দেয়নি।”

ঘটনার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, উপদেষ্টা লাল মো. শাহজাহান কিবরিয়াসহ উপস্থিত সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন এবং ইসলামী আন্দোলনের সমাবেশ বর্জনের ঘোষণা দেন।

প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের আচরণ কেবল নারীর প্রতি বৈষম্য নয়, গণমাধ্যমের স্বাধীনতারও অপমান। সাংবাদিকরা এটিকে লজ্জাজনক, অবমাননাকর এবং অগ্রহণযোগ্য ঘটনা বলে অভিহিত করেন।

উল্লেখ্য, একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর নালিতাবাড়ীতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণসমাবেশে যোগদানের আগে এই তিক্ত ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত