মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ দুপুর
_original_1757134014.jpg)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রের প্রাপ্ত তথ্যানুসারে, মাধবপুর সেনা ক্যাম্পের সদস্যরা আজ সকাল ৭টায় এ অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ শফিক ইসলাম (পিতা: মর্তুজ আলী, গ্রাম: দেবপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অভিযান চলাকালীন তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আাদালতে প্রেরন করা হয়।