পূর্বধলায় বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:৪৬ সকাল
 (1)_original_1717839978.jpg)
নেত্রকোনার পূর্বধলার হোগলা ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে বিনা মুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার হোগলা ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আকন্দ খোকনের উদ্দ্যোগে তার নিজ বাড়ী জোয়ারদার পাড়ায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আগত চিকিৎসক ডা. মো দেলোয়ার জাহান খান, ডা. মো.আশরাফুল ইসলাম, ডা.কাজী রাইয়ান হক, ডা: মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম বিনামূল্যে বিভিন্ন রোগীদের চিকিৎসা
প্রদান করেন।
হোগলা ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম আকন্দ খোকন জানান, ইউনিয়নের গরীব অসহায় অনেক রোগী রয়েছে যারা শহরে গিয়ে অনেক টাকা খরচ করে চিকিৎসা সেবা নিতে পারে না। তাদের কথা চিন্তা করেই এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।