চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ বিকাল
_original_1757424443.jpg)
চুয়াডাঙ্গার দর্শনায় আন্তর্জাতিক চেকপোস্টে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসএফ।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২ টায় এ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান এদিন বেলা আনুমানিক সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ৭৬ নিকট শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে,পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ, বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিতের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সম্প্রতি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে তিনি আরো জানান।