শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
শিরোনাম

নেপালে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ দুপুর

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মতো ছাত্র-জনতার গণআন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে নেপালে। এ প্রেক্ষাপটে দেশটি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সমস্ত ফ্লাইট বাতিল করেছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এ তথ্য দিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে বলা হয়, ‘যাত্রীদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।’

বিমানবন্দরটির মহাব্যবস্থাপক হংসরাজ পান্ডে জানান, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকার কাছাকাছি ঘন ধোঁয়া দেখা যাওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। তবে বিমানবন্দর বন্ধ হয়নি। আমরা এটিকে বন্ধ করবও না।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডুর খবরে বলা হয়, বুদ্ধ এয়ারসহ অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলো নিরাপত্তাজনিত কারণে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। চলাচলে সমস্যার কারণে ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না, যার ফলে বিমানগুলো উড়তে পারছে না। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত