মানুষের প্রয়োজনে না আসলে সে সংস্কার কাজে আসবে না: মির্জা ফখরুল

আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০২:৪৬ দুপুর

মানুষের প্রয়োজনে না আসলে সে সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ মাঠে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যদি মানুষের প্রয়োজনে না আসে, শিশুদের ভবিষ্যৎ নির্মাণ করতে না পারে, শিশুদের জন্য নিরাপদ জীবন গড়ে দিতে না পারে, তাহলে সে সংস্কার কোনো কাজে আসবে না।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই— অবিলম্বে দেশের সংস্কারগুলো শেষ করুন এবং সনদ ঘোষণা করুন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই সময়টার মধ্যে নির্বাচন দেন। মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আজকে খবরের কাগজে দেখলাম ১২ টি মৌলিক বিষয়ের পরিবর্তনে সবগুলো দল একমত হয়েছে। এজন্য আমি ড. আলী রীয়াজকে ধন্যবাদ জানাই। আমাদেরকে অনেকে খোঁটা দেয় আমরা নাকি সংস্কার চাই না। কিন্তু, সংস্কারের চিন্তাটাই তো আমাদের। সংস্কারের শুরুটা হয়েছে আমাদের দিয়ে। আমরা সংস্কারকে ভয় পাইনা, আমরা সংস্কারকে স্বাগত জানাই।
তিনি বলেন, পিআর পদ্ধতি আমাদের দেশের মানুষ বুঝেই না। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তারা পিআর বুঝবে কিভাবে। দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। শুধু প্রমোট নয়, তারা পণ করে বসে আছে এটা (পিআর পদ্ধতি) না হলে তারা নির্বাচনে যাবে না।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই মহাসচিব বলেন, এদেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। প্রতিনিধিত্বের ব্যবস্থা এবং পার্লামেন্টে নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলেই সমস্যার সমাধান হবে। বাইর থেকে এসে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।