ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আরবান ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:২৬ দুপুর

রাজধানীর পুরান ঢাকায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এই দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ অন্যরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণেশ রায় বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। এই সরকারের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে বলে ভেবেছিল। কিন্তু আইনশৃঙ্খলার অবনতি সেই আশায় গুড়েবালি করে দিয়েছে।
অনতিবিলম্বে সোহাগ হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে সংগঠনটির নেতারা বলেছেন, নইলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে।
এদিকে, ব্যবসায়ী সোহাগ হত্যায় বিএনপির যুব অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো। তাৎক্ষণিক পদক্ষেপের অংশ হিসেবে অভিযোগ ওঠা যুবদলের নেতাদের বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রিয় নেতৃত্ব। প্রতিবাদ জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।