শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ট্রাকের ধাক্কায় আহত গৃহবধূর মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ জুলাই ২০২৫, ০৪:৪৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী সিএনজি একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মোছাঃ পারুল আক্তার (৪২) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

নিহত মোছাঃ পারুল আক্তার উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধারা গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের সামসু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক পূর্বধলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের সামসু মার্কেটের সামনে একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশে থাকা পথচারী পারুল আক্তারের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাক ও চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত