জামালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এসটিএসএস এর উপদেষ্টা

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:৪২ বিকাল

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারি পাড়ায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক সংস্থা "সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র সম্মানিত উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান লিটন এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সংস্থাটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে নগদ ১০০০০/- (দশ হাজার টাকা) করে তিনটি পরিবারকে মোট ৩০০০০/- ত্রিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এদের মধ্যে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারী পাড়া'র মোজাম্মেল হক মোজাম বেপারীর পরিবারকে নগদ ১০০০০/- দশ হাজার টাকা, সরিষাবাড়ি উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মো: মফিজ উদ্দিন কে নগদ ৭০০০/- সাত হাজার টাকা, খুরশেদ কে ৭০০০/- সাত হাজার টাকা এবং মো: আব্দুল হালিম কে ৬০০০/- ছয় হাজার টাকা প্রধান করা হয়েছে।
আর্থিক সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা'র ভলেন্টিয়ার ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা'র ভলেন্টিয়ার ও গণমাধ্যম কর্মী আল বিল্লাল খান, মো: মাহবুবুর রহমান বেলাল, মোরাদ রাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।
সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম বলেন, “এই দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র সম্মানিত উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী ড. ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান লিটন বরাবরের মতোই এলাকার অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মুক্তা বলেন, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।”
সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম বলেন, “অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা চেষ্টা করেছি দুর্গতদের পাশে দাঁড়াতে। "সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা" আর্থিক সহায়তা দিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
উল্লেখ্য, গত ২৩ জুন গভীর রাতে ছোনটিয়া বেপারি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও একটি অটোরিকশা পুড়ে যায়। আগুনে কয়েকজন সদস্য আহতও হন। এরই মধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা প্রদান করা হয়েছে।