পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ হাজার গাছের চারা বিতরণ

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:১৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পুর্বধলা এপি এর উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ১৬হাজার গাছের চারা রোপন করা হয়েছে।
গত বুধবার( ৯ জুলাই) বৃক্ষরোপণ প্রচার অভিযান ২০২৫ উদযাপন উপলক্ষে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,মুন্তাসির মামুন,ওয়ার্ন্ড ভিশন এর প্রোগ্রাম টেকনিক্যাল স্পেশালিস্ট কৃষিবিদ কফিল উদ্দিন মাহমুদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, মানসী মোদক, প্রোগ্রাম অফিসার বাবলি রংমা প্রমুখ। গাছের চারার মধ্যে ছিল আম, আমলকি,নিম, পেয়ারা, লেবু ইত্যাদি।
পূর্বধলা এপি নান্দাইল এসিও প্রশান্ত নাপাক জানান ''প্লান্টিং ট্রিস ফর গ্রীন লাইফ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর উপজেলার ১১ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, হতদরিদ্র পরিবার, উৎপাদক দল, অপুষ্ট শিশু, প্রতিবন্ধী ও নিবন্ধিত পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি জাতের ১৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।