শেরপুরে শতাধিক খেজুর গাছ এর চারা রোপন

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৪২ দুপুর

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ এর উদ্যোগে পৌর কবরস্থানে শতাধিক পরিবেশবান্ধব খেজুর গাছ এর চারা রোপন করা হয়েছে।
১১ জুলাই শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের পৌর কবরস্থানে বিভিন্ন স্থানে এ খেজুর গাছের চারা রোপনকালে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ গ্রীন বয়েজ ও আজকের তারুণ্যের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারও আজকের তারুণ্যের পক্ষ থেকে মাসব্যাপী পরিবেশবান্ধব তাল ও খেজুর সহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করছি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার শহরের পৌর কবরস্থানে শতাধিক খেজুর গাছের চারা গাছ রোপন করা হলো। পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে আরো কয়েকশত খেজুর গাছ ও তাল গাছের চারা রোপন করা হবে।
এ বিষয়ে গ্রীন বয়েজ এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, সারা বিশ্ব যখন জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের উদ্যোগে পরিবেশবান্ধব কাল ও খেজুরসহ পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা রোপন কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে স্বাগত ও অভিনন্দন জানাই। আমাদের দেশ থেকে দেশীয় বিভিন্ন পরিবেশবান্ধব গাছ ও প্রায় বিলুপ্তের পথে এসব গাছের সাথে পরিচিতি করতে এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মকে সহায়তা করবে বলে মনে করি।