শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ জুলাই ২০২৫, ০৪:৪৭ দুপুর

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সেলিম (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

বুধবার (০৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সেলিম পূর্বধলার ৭ নম্বর আগিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য। সে ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত সেলিম পূর্বধলা থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। মামলাটি থানায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দায়ের করা হয়, যার নম্বর পূর্বধলা থানার মামলা নং-১৮/২০২৫। এতে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত