ফুলপুরের ডোবারপাড় এতিম খানা মুহতামিমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

মোতালেব সরকার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৫৬ দুপুর
_original_1752144914.jpg)
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ডোবার পাড় নুরুল উলুম এতিম খানা মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের এতিম ছাত্র - ছাত্রীর নামে সরকারি ক্যাপিটেশনের ভাতা বরাদ্দ পাওয়া সত্বেও তাদের কাছ থেকে মাসিক বেতন ভাতা আদায় করা হচ্ছে।
এ নিয়ে এলাকাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ডোবারপাড় নুরুল উলুম এতিম খানা মাদরাসা সমাজসেবা অধিদপ্তরে ক্যাপিটেশন বরাদ্দ প্রাপ্ত ৭০ জন ছাত্র - ছাত্রীর নামে ভুয়া টাকা উত্তোলন করেন। ডোবারপাড় এতিমখানা মাদরাসা তালিকায় মোছাঃ ময়না আক্তার ও মরিয়ম আক্তারের, নাম থাকলেও হালুয়াঘাট উপজেলার ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে অধ্যায়রত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এখানে পড়াশুনা না করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করলেও মিথ্যা নাম দিয়ে ভাতা উত্তোলন করেন। ডোবারপাড় এতিমখানা অধ্যায়রত ছাত্র - ছাত্রীর মধ্যে আবু সুফিয়ান, সাহাদত হোসাইন, জান্নাতুল মাওয়া জানান, তাদের নামে সরকারি বরাদ্দের টাকা আসলেও মাসিক বেতন ভাতা নিচ্ছেন।
ধনারভিটা গ্রামের পল্লী ডাঃ আব্দুল হালিম ও মোয়াজ্জেম হোসেনসহ অনেকেই জানান, ২০১২ সালে এতিমখানা মাদরাসা স্থাপিত হওয়ার পর থেকেই প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিক মাস্টারের যোগসাজসে মুহতামিম অবৈধভাবে সরকারি ভাতা উত্তোলন করেছেন।
এ ব্যাপারে ডোবারপাড় এতিমখানা মাদরাসার অভিযুক্ত ভারপ্রাপ্ত মুহতামিম গিয়াছুদ্দিন জানান, সমাজসেবা অধিদপ্তরের উর্ধ্বতন কৃতপক্ষ প্রতি বছর যাচাই-বাছাই করেই এ প্রতিষ্টানে এতিমদের বরাদ্দের টাকা দিচ্ছেন।