শেরপুরে বিএনপি নেত্রী প্রিয়াঙ্কার বৃক্ষরোপণ

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:১০ দুপুর

৯ জুলাই বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুর জেলা শহরের অষ্টমীতলা বাস টার্মিনালে প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন শেরপুর এক সদর আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।
“সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা বিএনপি ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শহরের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।