শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

শেরপুরে মুগ্ধতা ছড়াতে ৬ শতাধিক কৃষ্ণচূড়ার চারা রোপন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ জুলাই ২০২৫, ১০:৩৯ দুপুর

শেরপুরের নকলায় ৬ শতাধিক কৃষ্ণচূড়ার চারা রোপণ  করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাইপাস সড়কের পাশে নকলা অদম্য মেধাবী সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব চারা রোপণ করা হয়। 

নকলা অদম্য মেধাবী সংস্থার পরিচালক আবু শরিফ কামরুজ্জামান জানান, “কৃষ্ণচূড়া ঝরা পথে হাঁটব মোরা একসঙ্গে” এই স্লোগানকে সামনে রেখে নকলা শহরের বাইপাস সড়ক ও বিভিন্ন স্কুল-কলেজ প্রাঙ্গণে আমাদের সংস্থার প্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে নকলা উপজেলার বাইপাস সড়কে ছয় শতাধিক কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে।

নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি এহসান হাবিব রুবেল কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, ‘আজ আমরা নকলা উপজেলায় কৃষ্ণচূড়ার চারা লাগালাম। এসব চারার রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে কীভাবে নকলা উপজেলাকে সবুজের সমারোহ ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা যায়- আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।

নকলা অদম্য মেধাবী সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘আমাদের এবারের কৃষ্ণচূড়ার চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক জাতের কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা। যেন একটি শহর কিংবা গ্রামে কৃষ্ণচূড়ার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত