শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
শিরোনাম

মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে নেত্রকোণায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ১২ জুলাই ২০২৫, ০৬:২১ বিকাল

ভাংরি ব্যবসায়ী পুরান ঢাকার মিটফোর্ডে চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  নেত্রকোণা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, রফিকুল ইসলাম শুভ্র, আবুল বাশার,আদনান হোসেন বাকির,মোস্তাকিম বিল্লাহ, আরিফুজ্জামান আরিফ, আকাশ অভি,মোঃ জিসান,রুবি কানম প্রমুখ।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,গত বুধবার সন্ধ্যায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে সোহাগকে দুর্বৃত্তরা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে নৃশংসভাবে হত্যা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত