শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

নেত্রকোনায় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড


  মির্জা হৃদয় সাগর

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৭ রাত

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদন্ড ও ৬ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর।

বুধবার বিকেলে বারহাট্টা উপজেলার গোপালপুর  ও আসমা বাজারে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।

এই সময় গোপালপুর বাজারে মা বাবা স্টোর, আদিত্য স্টোর, মমিন ট্রেডার্স এবং আসমা বাজারে আজিজ এন্টারপ্রাইজ ও ভাই বোন স্টোর সহ পাঁচ প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার ও মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ হাজার করে মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ দোকানগুলোতে মজুদ কৃত ছয় কেজি ৭শত গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করছেন জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।

এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও ক্রেতাদের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং পলিথিন ব্যবহারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত