বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

কোপার ফাইনালে ব্রাজিল


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ০১:০১ দুপুর

ছবি: সংগৃহীত
চলতি নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। 
 
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল দলটি।
 
এই ম্যাচে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ২৪ বছর বয়সী অ্যামান্ডা গুতিয়েরেস। ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার, যাদের বিপক্ষেই ২০২২ সালের ফাইনালে জিতেছিল ব্রাজিল।
 
এই জয়ের মধ্য দিয়ে ব্রাজিল ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলার টিকিট নিশ্চিত করেছে।
 
ম্যাচের ১১ মিনিটে মার্তার পাস থেকে হেডে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গুতিয়েরেস। দুই মিনিট পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে কাছ থেকে গোল করেন জিও গারবেলিনি।
 
২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তা। চলতি আসরে বর্ষীয়ান এই তারকা এই প্রথম গোলের দেখা পেলেন। উরুগুয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করলেও ৬৫ মিনিটে গুতিয়েরেসের অসাধারণ ফ্রি কিকে ব্রাজিল আবারও তিন গোলের ব্যবধানে এগিয়ে যায়।
 
ম্যাচের শেষদিকে যখন ৪ মিনিট বাকি, তখন বদলি খেলোয়াড় দুদিনিয়া দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত