পূর্বধলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১১:৪৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিম উদ্দিন (৪৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (হিন্দু পাড়া) গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিম উদ্দিন ওই গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসিম উদ্দিন রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে আটকে যান। তার বাবা আকবর আলী দেখতে পেয়ে ছুটে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামগঞ্জ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আকবর আলীকে পরবর্তীতে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ঘটনাস্থলে যান। তারা প্রাথমিক তদন্ত ও মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।