বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস আজ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ১০:৫৭ দুপুর

বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস আজ। মানবপাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৩০ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এ বছর ‘সংঘবদ্ধ অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৩০ জুলাই) বিভিন্ন সংস্থা, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের নানা সচেতনতামূলক কর্মসূচি রয়েছে।

জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালন শুরু হয়। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে মানবপাচার প্রতিরোধ দিবস ঘোষণা করে।

এই দিবসের মাধ্যমে মানবপাচারের ভয়াবহতা, শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয়।

জানা গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিপ্রবেশের চেষ্টা করছে যেসব দেশের মানুষ, বাংলাদেশ এখন সেই তালিকায় বিশ্বে প্রথম। এ বছরের প্রথম ছয় মাসে অন্তত নয় হাজার ৭৩৫ জন বাংলাদেশি এভাবে ইতালি প্রবেশ করেছেন। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এভাবে ইতালি প্রবেশ করতে যাওয়া অনেক বাংলাদেশিকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি করে শারীরিক নির্যাতন করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে অর্থ। ঘটছে প্রাণহানিও। তবে এতকিছুর পরও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। গত এক যুগে এভাবে সাগর পথে ইউরোপে গেছেন অন্তত ৭০ হাজার মানুষ।

বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম বলছে, এভাবে যারা ইউরোপে যাচ্ছে তাদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০। মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, সুনামগঞ্জ, সাতক্ষীরাসহ বাংলাদেশের অন্তত ১০-১২টি জেলার লোকজন এভাবে ইউরোপে যাওয়ার জন্য মরিয়া। এসব ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগের নানা মাধ্যম বিশেষ করে ফেসবুকের নানা গ্রুপ ব্যবহার করা হচ্ছে। প্রতারিতরা বা নির্যাতনের শিকার লোকজন দেশে ফিরে মামলা করলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত