তারাকান্দায় বিএনপি'র উদ্যোগে খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণ

এস এম হোসেন আলী
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:১১ দুপুর

ময়মনসিংহের তারাকান্দায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে উপজেলার গোহালকান্দি, মধুপুর, রাউতনবাড়ী ও মাসকান্দা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ৩ কিলোমিটার খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
জানা গেছে,খালটি কচুরিপানা ও আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে কয়েক গ্রামের মানুষ জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে। ২৯ জুলাই মঙ্গলবার সারা দিনব্যাপী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে খালটিতে কচুরিপানা ও আবর্জনা অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অপসআরণ অভিযানে অংশ গ্রহণ করেন তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে খাল,বিল,নদী ও সেচব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন। আমরা তার পথ অনুসরণ করে স্থানীয়ভাবে খাল পরিষ্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ইবনে কাশেম মাষ্টার,আবুল বাশার বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা ও ময়লা-আবর্জনার কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।জলাবদ্ধতায় নষ্ট হতো আবাদ করা ফসলি জমি। আমন মৌসুমে জলাবদ্ধতার কারণে ধান চাষ ব্যাহত হত শত শত কৃষকের,যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকার মানুষ উপকৃত হবেন।খালটি পরিস্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে বলে দাবী করেছেন স্থানীয়রা।