বাবরকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় আলেম ছাত্র জনতার মানববন্ধন

আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৩:৫৩ দুপুর
_original_1753782792.jpg)
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী'র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের ১ নং সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহরুল আলম রাজু, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, জেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মিসবাহ্ উদ্দিন তালুকদার মাসুদ, খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ, খেলাফত মজলিস নেতা মুফতি আব্দুল্লাহ, খেলাফত আন্দোলন নেতা মাওলানা জাকির হোসেন, ছাত্রনেতা মাওলানা বীন ইয়ামিন, মাওলানা আবরার ফাহাদ, মাওলানা মোতালিব খান, হাফেজ সাইফুল্লাহ প্রমুখ।