শেরপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:৩৮ দুপুর
_original_1753763913.jpg)
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) উপজেলার মলামারী এলাকার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।
এই মেডিক্যাল ক্যাম্পেইনে ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মেডিসিন, গাইনি এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকেরা রোগী দেখেন। ক্যাম্পেইনে এক হাজারেরও অধিক গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়। স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
মলামারী এলাকার বাসিন্দা বৃদ্ধ চাঁন মিয়া বলেন, "এই বুড়া বয়সে শেরপুর আসা-যাওয়া অনেক কষ্ট। আজকে আর্মির ডাক্তাররা বাড়ির কাছে আইসা চিকিৎসা দিয়া গেল। আবার ফ্রি অষুধও দিল। আমার খুব উপকার হইছে।" আরেক রোগী জামেলা বেগম বলেন, "আমার কোমরে কয়েকদিন থেকে ব্যথা। আর্মির ডাক্তাররা দেইখা মাগনা ঔষধও দিছে।"
আব্দুল করিম নামে একজন জানান, "আমাদের এই এলাকায় হতদরিদ্র লোকের সংখ্যা বেশি। অনেকেই টাকার জন্য শেরপুরে গিয়ে ভালো চিকিৎসা করাতে পারে না। আজকে এখানে সেনাবাহিনীর বড় বড় ডাক্তাররা এসেছেন। তারা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিচ্ছেন। এতে এ এলাকার মানুষের খুবই উপকার হয়েছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।"
সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ হতে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।