শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বিএনপির ঐক্যের ডাক, বিভাজন ভুলে দলীয় স্বার্থে এক হয়ে কাজ করার আহ্বান


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ৩১ জুলাই ২০২৫, ১১:২১ দুপুর

দলের অভ্যন্তরীণ বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবিয়া আলী। নেত্রকোনার পূর্বধলায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দলের বৃহত্তর স্বার্থে এখনই সময় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার।”

বুধবার (৩০ জুলাই) বিকেলে পূর্বধলার সাবেক সংসদ সদস্য মরহুম ডা. মোহাম্মদ আলীর বাসভবনে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আব্দুল খালেক। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ রাবিয়া আলী বলেন, “পূর্বধলা উপজেলা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিভাজন দলকে সাংগঠনিকভাবে দুর্বল করেছে। এখন সেই বিভেদ দূর করে একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলতে হবে, যাতে জনগণের পাশে দাঁড়ানো সম্ভব হয়।”

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান বিশ্বাস, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দর্পণ, যুবদলের আহ্বায়ক এনামুল হক, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রউফ খান এবং সদস্য মো. বাবুল খান।

সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, দলীয় ঐক্যের অভাবেই অনেক সময় মাঠের রাজনীতিতে সফলতা আসে না। বক্তারা স্বীকার করেন, দলের ভেতরে কিছু সংকট থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তারা ভবিষ্যতে একযোগে দলকে সংগঠিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।


 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত