শেরপুরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদে মানববন্ধন

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৩:৪৪ দুপুর
_original_1753868665.jpg)
শেরপুরে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা শহরে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রায় শতাধিক স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য নিশ্চিত করো সাম্য, শত শত শিক্ষার্থী এই স্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শেরপুর জেলা কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশন ও বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ ( বিকপ) এর সভাপতি আবু ঈসা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উইজডম স্কুলের প্রিন্সিপাল ও সাঃ সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ মোঃ আরিফুল ইসলাম, নবারণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি শিক্ষক প্রতিনিধি স্বপন দেব, অনুরণ এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠ পরিচালক, বিকপ এর সদস্য সচিব মোঃ সাদেকুন নাঈম, রোজ বার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল, শাহীন স্কুল শেরপুর শাখা শিক্ষক প্রতিনিধি বায়েজিদ, কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানা, প্রভাতী বিদ্যাকুঞ্জের মহসিন কবির, পুলিশ লাইন এন্ড ক্রিয়েটিভের প্রতিনিধি মোঃ জুয়েল রানা সহ অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ।