শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

নেত্রকোণায় ১০৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক


  আরবান ডেস্ক

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ০৪:৪০ দুপুর

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর পরিদর্শক মোঃ আল আমিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এরই এক পর্যায়ে সন্দেহ ভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবরীকে আটক করে। 
 
আটককৃতরা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মোঃ শান্ত মিয়ার পুত্র মোঃ তপন মিয়া (২৬) ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ রাকিব হোসেন (৩৯)। এ সময় মাদক পাচারে জড়িত অটোরিকশাটিও জব্দ করা হয়। 
 
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে মাদকসহ দুই কনকে আটক করা হয়েছে।  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের 
অভিযান অব্যাহত থাকবে। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত