শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

মাধবপুরে চিহ্নিত মাদক কারবারি সাকিব গ্রেপ্তার: উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৩ রাত

হবিগঞ্জের মাধবপুরে যৌথ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
বুধবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার মাধবপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফুয়াদ হাসান সাকিব উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। অভিযানে আরও আটক হন একই এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন নামে আরও তিনজন।
 
বিজিবি সরাইল-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানে সাকিবের কাছ থেকে ৮ কেজি গাঁজা, ৫ লাখ ৫০ হাজার টাকা নগদ, বিদেশি মদের বোতল, ফেনসিডিল, ৪টি মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম এবং একটি রামদা উদ্ধার করা হয়।
 
বিজিবি সূত্রে আরও জানা গেছে, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে এর আগে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল।
 
আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত